লোহাগড়ায় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত বাবুল শেখ (৪২) ও বিপুল শেখ (৩৫) লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, রোববার গভীর রাতে লোহাগড়া পৌর সভার কুন্দসী এলাকা থেকে দুই ভাইকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আমেরিকার তৈরি একটি ৯ এম. এম. পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক বাবুল শেখের বিরুদ্ধে ১৭টি এবং বিপুল শেখের নামে ২টি মামলা রয়েছে।
এদিকে সোমবার দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর লোহাগড়া থানার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেন।