আজ - বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:১৮

মনিরামপুরে বিধবার ৬টি গরু চুরি করে নিয়ে গেলো চোর।

যশোরের মনিরামপুর উপজেলার মাঝিয়ালী গ্রামে গভীর রাতে সেলিনা খাতুনের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সেলিনা খাতুন জানান, স্বামী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর তিন ছেলেকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি। সংসার চালানোর জন্য গরু পালন ছিল তার প্রধান অবলম্বন। কিন্তু এই চুরির ঘটনায় তিনি চরমভাবে ভেঙে পড়েছেন।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে গোয়ালে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ৪টার দিকে সেহরির জন্য উঠে দেখি গোয়ালের দরজা খোলা। দৌড়ে গিয়ে দেখি ছয়টি গরু নেই। চোরেরা দরজার তালা ভেঙে গরুগুলো নিয়ে গেছে।’

সেলিনার দেবর মিকাইল হোসেন জানান, ‘রাত দেড়টার দিকে বাইরে গিয়ে দেখি সব ঠিক আছে। কিন্তু ভাবির কান্নার শব্দ শুনে উঠে দেখি গোয়ালে ছয়টি গরু নেই। বাড়ির সামনের রাস্তায় গরুর ছেঁড়া দড়ি ও একটি গ্যাসলাইট পাওয়া গেছে। সেখানে গাড়ির চাকার দাগও দেখা গেছে। এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর সহায়তায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।’

স্থানীয়দের ধারণা, চোরের দল একটি ছোট পিকআপে করে গরুগুলো নিয়ে গেছে। রেখে যাওয়া দুটি গরুর মধ্যে একটির পায়ে নতুন ক্ষত চিহ্ন পাওয়া গেছে, যা দেখে মনে হচ্ছে গাড়িতে জায়গা না থাকায় চোরেরা ওই দুটি গরু ফেলে গেছে।

সেলিনা খাতুনের আরেক দেবর জাকির হোসেন বলেন, ‘ভাবি অনেক কষ্ট করে বড় ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। মেজ ছেলে মুরাদ জমি বর্গা নিয়ে চাষ করে। আর ভাবি গরু পালতেন সংসার চালানোর জন্য। কিন্তু চোরেরা সব শেষ করে দিলো। আজ সকালে থানায় গিয়ে গরু চুরির বিষয়ে অভিযোগ দায়ের করেছি।’

এ বিষয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদুল হক ও থানার ওসি নূর মোহাম্মদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি নূর মোহাম্মদ জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং চোর চক্রকে চিহ্নিত করতে কাজ করছি।’

এদিকে, এলাকাবাসী পুলিশের টহল কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ওসি জানান, ‘খেদাপাড়া ক্যাম্প পুলিশের টহল এলাকায় চলমান রয়েছে। পাশাপাশি থানার দুটি গাড়ি রাতেও টহল দিচ্ছে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত