যশোরের ডিবি পুলিশ দুইটি চাকুসহ দুই যুবককে আটক করেছে। তারা হলো, রেলগেট আলীগড় মসজিদের পেছনের মফিজের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম জয় এবং সদর উপজেলার মালিহাট শাস্তির মোড় নিছার আলীর ছেলে আবু হুরাইয়া ।
ডিবি পুলিশের এসআই মোল্লা আব্দুল হাই জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে গলির মুখে অভিযান চালানো হয়। সে সময় দুই যুবক পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। কিন্তু পিছু ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু ও একটি লোহার চাকু উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।