আজ - শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:১৮

যশোর রেলস্টেশন থেকে চাকু সহ যুবক আটক।

যশোরে চাকুসহ এক যুবককে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার দুপুরে শহরের রেল স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
আটক আব্দুর রহিম খড়কি দক্ষিণ পাড়ার আবুল কালামের ছেলে। এসময় আরও দুই যুবক পালিয়ে গেছে। তারা তিনজনই কিশোর গ্যাঙ চক্রের সক্রিয় সদস্য।

পলাতকরা হলেন খড়কীর তৌহিদের ছেলে তৌফিক ও নুর মোহাম্মদের ছেলে আকাশ। এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই হাসান মাহমুদ বাদী হয়ে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, পুলিশের কাছে খবর আসে একদল যুবক ওই এলাকায় দেশি অস্ত্র নিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে। এমনকি জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসময় পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়ে তাড়া করে রহিমকে চাকুসহ আটক করে। অপর দুইজন পালিয়ে যায়। পরে এ ঘটনায় মামলা করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত