আজ - শনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৫৫

যশোরে নসিমন উলটে প্রান গেলো চালকের।

যশোরের ঝিকরগাছা উপজেলায় নসিমন উল্টে গিয়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে কায়েমতলা বাজার থেকে চৌগাছার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত  মনা (২৭) ঝিকরগাছার ২ নম্বর মাগুরা ইউনিয়নের চান্দা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন নসিমন চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কায়েমতলা বাজার ছুটিপুর রোড এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করে তার নসিমনটি উল্টে যায়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ