আজ - মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:৫০

নড়াইলে সাবেক সেনা সদস্য হ ত্যায় জড়িত ২ জনকে আটক।

নড়াইলের লোহাগড়ায় সাবেক সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামিকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প। রোববার (৬ এপ্রিল) রাতে যশোরের বকচর বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি জাকারিয়া মোল্যা ও সাদ্দামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জাকারিয়া মোল্যা ও সাদ্দাম হোসেন। তারা দুজনেই লোহাগড়ার লাহুড়িয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।মামলার এজাহার অনুযায়ী, আকবর হোসেনের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।

গত ৩১ মার্চ দুপুর ৩টার দিকে জমি দেখে বাড়ি ফেরার সময় তাকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে পরিবারের সদস্যরা মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি র‍্যাব-৬ ছায়া তদন্তে নেয়।

র‍্যাব-৬ স্কোয়াড্রন লিডার ও কোম্পানি অধিনায়ক রাসেল জানায়, আসামিদেরকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত