যশোরের শীর্ষ সন্ত্রাসী হাসান আলী ওরফে সোহাগ ওরফে ‘ডেঞ্জার সোহাগ’ (৩১) কে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে যশোর শহরের বলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সোহাগ বলাডাঙ্গা এলাকার ধলু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক ও মাদকের মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। এলাকাবাসীর ভাষ্য, সে দীর্ঘদিন ধরে এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
২০১৮ সালের ২৯ জানুয়ারি কৃষ্ণবাটি গ্রামের রানা নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সোহাগ। ওই ঘটনায় নিহতের মা রহিমা বেগম কোতয়ালী থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
সোহাগ একসময় জেল হাজতে থাকলেও জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম তাকে শনিবার বিকেলে আটক করে।
গ্রেফতারের পর তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।