যশোরের শংকরপুর এলাকার এক স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে বেনাপোলের সাদীপুর গ্রামের জসিম উদ্দীনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বৃহস্পতিবার রাতে জসিমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। জসিম সাদীপুর পশ্চিমপাড়ার মোশারেফ বিশ্বাসের ছেলে।
মামলায় বাদী উল্লেখ করেছেন, জসিমের সঙ্গে পাঁচ মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়। একপর্যায়ে তা বন্ধুত্বে রূপ নেয়। কয়েকদিনের মধ্যেই জসিম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর শহরের রেলগেটের শাহনাজ হোটেল, বেনাপোলের ডায়মন্ড হোটেল ও ঝিনাইদহে জসিমের খালার বাড়িতে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জসিম। সর্বশেষ গত ২০ এপ্রিলও হোটেল শাহনাজে নিয়ে শারীরিক সম্পর্ক করেন তিনি।
পরবর্তীতে জসিম জানান, তিনি বিয়ে করবেন না। গত ২৩ এপ্রিল তিনি শহরের আইনজীবী সমিতি এলাকায় উপস্থিত হয়ে একই কথা জানান এবং ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে চলে যান। বাধ্য হয়ে ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মুন্সি পারভেজ জানান, জসিমকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।