আজ - বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৫:১১

মনিরামপুরে হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ আটক ২

মনিরামপুরে হত্যাকান্ডের মূল্য রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ আটক ২
মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের খাটুয়াডাঙ্গা গ্রামের গৃহবধূর হত্যা ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নিহতের স্বামী খাটুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশীদ মিন্টু (৫০) ও নিহতের সৎ পুত্র জিসান (২২)। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, মনিরামপুর থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর যৌথ অভিযানে ওই দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ২৮ এপ্রিল মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রেক্ষিতে সোমবার রাতে ওই যৌথ অভিযান পরিচালনা করা হয়। মনিরামপুর থানার মামলা নং ১৬। পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার খাটুয়াডাঙ্গা আফতাব মুন্সি মোড়ের একটি চাতাল ঘর থেকে আব্দুর রশীদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী স্বরূপজাহান সাথীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনি চাতালে শ্রমিকের কাজ করতেন। মরদেহে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার দায় স্বীকার করে। তাদের সাথে নিয়ে ঘটনাস্থল তদন্তে নিজ বাড়ি থেকে একটি কুড়াল ও শীলের নুড়া উদ্ধার করা হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক দ্ব›দ্বকে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত