যশোরের কৃষ্ণবাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম ও তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মূল অভিযুক্ত মাহিম ইসলাম (২৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় মোহাম্মদ আলী বক্সকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে হামলা চালায় মাহিম ও তার সহযোগীরা। হামলায় মোহাম্মদের ডান হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পথচারীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়।
ঘটনার পর পরই বিষয়টি জেলায় চাঞ্চল্য সৃষ্টি করে। ডিবি পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র ৬ ঘণ্টার মধ্যে যশোরের ধর্মতলার কদমতলা এলাকা থেকে আহত অবস্থায় মাহিম ইসলামকে আটক করে।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূইয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিম স্বীকার করেছে যে, পূর্ব শত্রুতার জেরেই সে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলার সময় সে নিজেও তার ডান পায়ে দা’য়ের কোপে আহত হয়।
পরে মাহিমের দেওয়া তথ্য ও দেখানো মতে ঘটনাস্থলের পাশ থেকে হামলায় ব্যবহৃত একটি লোহার হাসুয়া উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত মাহিম ইসলাম যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।