আজ - শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:৫১

নড়াইলে ইলিয়াস হত্যার আসামী যশোর পিবিআই পুলিশের হাতে আটক।

নড়াইল সদর উপজেলার চন্ডিপুর গ্রামের ইলিয়াস শেখ হত্যা মামলার পলাতক আসামি আরিফ শেখ ওরফে জিয়ন (২০)–কে রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে মিরপুর-২ এর পশ্চিম মনিপুরের ‘ভুঁইয়ান গার্ডেন’ ভবনের তৃতীয় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই-এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়ন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছেন বলে জানা গেছে।

পিবিআই, যশোর জেলার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ইলিয়াস শেখ দীর্ঘদিন বিদেশে থাকার পর প্রায় চার বছর আগে দেশে ফিরে কৃষিকাজ ও গরুর খামার গড়ে তোলেন। গত বছরের ২০ জুলাই রাতে বাধাল গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চন্ডিপুর এলাকায় ওঁৎ পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে ইলিয়াসকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে থানা পুলিশ অভিযোগপত্র জমা দিলে বাদী নারাজি দেন। পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার নেয় পিবিআই, যশোর।

পিবিআই তদন্তে নামে এবং এর আগে এ মামলার অপর আসামি মিনারুল মোল্লাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। মিনারুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়নের নাম প্রকাশ করেন। এরপরই পিবিআই অভিযান চালিয়ে ঢাকার মিরপুর থেকে তাকে আটক করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত