আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ২:২০

যশোর আরবপুরে গাজার আসরে যুবক কে হ ত্যা চেস্টা।

যশোরে গাঁজা কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে গাঁজা কাটার বাটালি দিয়ে এক বন্ধু অপর বন্ধুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ভেকুটিয়া শেখপাড়া গ্রামে। আহতকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১টার দিকে শেখপাড়া কমিউনিটি ক্লিনিকের পেছনে গাঁজা কাটতে বসে হাসান ও মিকাইলসহ কয়েকজন। এরমধ্যে তাদের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিকাইল বাটালি দিয়ে হাসানের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে মিকাইল পালিয়ে যায়।

খবর পেয়ে হাসানের আত্মীয়-স্বজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পলাতক মিকাইল শেখপাড়া এলাকার মৃত সামসুর ছেলে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুলত তারা দুই বন্ধু। একজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বন্ধুদের মধ্যে গেলোযোগকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তবে, তারা মাদকের সাথে সংশ্লিষ্ট কিনা বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তিনি আরও জানান, এ বিষয়ে অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত