আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১:২৬

যশোর রায়পাড়া থেকে চাকু সহ ১ যুবক আটক।

যশোর শহরের রায়পাড়া এলাকা থেকে বার্মিজ চাকুসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার মধ্যরাতে আটকের পর রোববার তাকে আদালতে সেপার্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক আব্দুস সাত্তার চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

ডিবির এসআই খান মাইদুল ইসলাম জানান, রাত ১২ টার পর তাদের কাছে খবর আসে রায়পাড়া এলাকায় এক যুবক ধারালো অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি টিম রায়পাড়া আলতাবের মোড়ের সোবহানের দোকানের সামনে থেকে সাত্তারকে আটক করা হয়। পরে তার লুঙ্গির কোচর থেকে দুইটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দিয়ে সাত্তারকে আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত