আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৪:৩৬

সাতক্ষীরায় শ্বশুর বাড়ি থেকে মোবাইল না দেওয়ায় স্ত্রীকে হ ত্যা।

সাতক্ষীরার কালিগঞ্জে মোবাইল কেনার টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে না পারায় আয়েশা খাতুন (২০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাফিজুর রহমানের (২৫) বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের আড়ংগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই হাফিজুর রহমান ও তার বড় ভাই হাবিবুর রহমানকে (৩২) আটক করা হয়েছে। নিহত আয়েশা শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হাজিপুর গ্রামের আক্তার মল্লিকের মেয়ে।

নিহতের মা আমেনা খাতুন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোবাইল কেনার জন্য আয়েশাকে বাবার বাড়ি থেকে ৪ হাজার টাকা এনে দিতে বলে হাফিজুর। টাকা দিতে অপারগতা জানালে হাফিজুর আয়েশাকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। রাত সোয়া ২টার দিকে হাফিজুর ফোন করে জানান, আয়েশা ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে সেখানে গিয়ে বিছানায় আয়েশার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়দের খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও সন্দেহভাজন হিসেবে হাফিজুর ও তার ভাইকে আটক করে থানায় নিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সরদার জানান, আয়েশার মা আমেনা খাতুন বাদী হয়ে হাফিজুর রহমানকে প্রধান আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->