আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪০

যশোরে ইজিবাইক চালকের ২ লাখ টাকা ছিনতায়ের অভিযোগ।

যশোরে আজগর আলী (৪৯) নামে এক ইজিবাইক চালককে জখম করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এক ব্যবসায়ীর টাকা নিয়ে তিনি মালামাল কিনতে যাচ্ছিলেন। আজগর আলী কচুয়া গ্রামের মৃত আবুল শেখের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আজগর আলী জানান, তিনি একজন ইজিবাইক চালক। ঘটনার দিন দুপুরে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত মুসলিম স্টোরের মালিক আমিনুর রহমান তার কাছে মালামাল কেনার জন্য দুই লাখ টাকা দেন। ওই টাকা নিয়ে তিনি মাল কেনার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে কচুয়া ইউনিয়নের আমতলা মোড় এলাকায় পৌঁছালে স্থানীয় লিটন ও টুটুল তার গতিরোধ করে। দুর্বৃত্তরা এসময় তার মাথায় কোদাল দিয়ে আঘাত দিয়ে আঘাত করে ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহত আজগর আলীর মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->