আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৩০

যশোর শার্শায় ৪০ পিস ইয়াবা সহ দুই যুবক আটক।

যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, যশোর জেলার কোতয়ালী থানার ভেকুটিয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের জাফর আলীর ছেলে ইয়াহিয়া (২৮) ও আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) হুসাইন মুহম্মদ ইমদাদুল হক ও এএসআই (নিঃ) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাড়ীপুকুর গ্রামস্থ বাগআঁচড়া-কায়বা সড়কের পাশে দিলরুবা প্যালেসের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করেন। এ সময় ৪০ পিস ইয়াবা এবং একটি ডায়াং রানার ৮৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->