যশোর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে চুরির অভিযোগে শাহাজান আলী (৫০) নামে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন। তিনি যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার মৃত হোসেন আলীর পুত্র।
শনিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে হাসপাতালের লেবার ওয়ার্ডে সিনিয়র নার্স হীরা পারভীনের ব্যাগ ও মোবাইল চুরি করার সময় উপস্থিত লোকজন তাকে আটক করেন।
পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।