আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪০

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে চোরাই মটর সাইকেল সহ আটক-২

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র বিশেষ অভিযানে যশোরের কেশবপুর থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল সাতক্ষীরার শ্যামনগর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান,সূত্রে গত ৫ অক্টোবর দিকে কেশবপুর থানার সাহাপাড়াস্থ ব্র্যাক প্রজেক্ট অফিসের গ্যারেজ থেকে শাহরিয়ার নাফিজ (৩০)-এর ব্যবহৃত একটি এবং জেড ২- মোটরসাইকেল অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তভার হাতে পেয়ে ডিবি যশোরের এসআই (নিঃ) শেখ আবু হাসান ও এএসআই লাভলু হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ,তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর চক্রের সদস্য মো. সবুজ (২৯)কে আটক করেন। আটক সবুজ সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মাজাট ফুলতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আটক সবুজের দেওয়া তথ্য মতে পরবর্তীতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী এলাকা থেকে চক্রের আরেক সদস্য সালাউদ্দিন গাজী (৩৮)কে আটক করেন। আটক সালাউদ্দিন কাক শিয়ালিগ্রামের মৃত আহসান গাজীর ছেলে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে শ্যামনগর থানার চিংড়াখালী গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা আরো জানান, গ্রেফতারকৃত দুজনই পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৬-৭টি চুরি মামলা রয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেল জব্দ করে এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->