আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:১২

যশোর মনিরামপুর কপালিয়া বাজারে বিকাশের দোকানে গুলি বর্ষন।

যশোরের মণিরামপুরের কপালিয়া বাজারে একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানে (বিকাশ) গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে ওই দোকানের কাচের গ্লাস ছিদ্র হয়ে গেছে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এই ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে নেহালপুর ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছে।

এরআগে গত সোমবার সন্ধ্যায় এই বাজারে দুর্বৃত্তরা রানা প্রতাপ নামে চরমপন্থী দলের এক সদস্যকে গুলি করার পর গলা কেটে হত্যা করে। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

দোকানের মালিক ফিজাজ উদ্দিন বলেন, আমি কয়েকদিন এলাকার বাইরে অবস্থান করছি। আজ (শুক্রবার) রাত ৮টার দিকে দোকানের কর্মচারীরা মোবাইলফোনে জানিয়েছে- তারা দোকানের ভেতরে কাজ করছিল। ওইসময় কে বা কারা এসে গ্লাসে গুলি ছুঁড়ে চলে গেছে। এতে দোকানের গ্লাস ছিদ্র হয়ে গেছে। কর্মচারীরা আমাকে ছবি তুলে পাঠিয়েছে।

ফিজাজ উদ্দিন বলেন, বাজারে খবর ছড়িয়েছে আমার দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। কিন্তু দোকানের কর্মচারীরা গুলির কথা বলছে।

ঘটনার পরপরই কপালিয়া বাজারে ঘটনাস্থলে গেছেন নেহালপুর ক্যাম্পের এএসআই শাহাজাহান। তিনি বলেন, কপালিয়া বাজারে ককটেল সদৃশ কিছু বিস্ফোরণের শব্দ হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রেজাউল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।

এ বিষয়ে জানতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খানকে মোবাইলফোনে কল করা হয়েছে। তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->