
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বিকুল ওই এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কদমতলা বালুর মাঠে অবস্থান করছিলেন বিকুল। এসময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করেন। দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দল বা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। রূপসা থানার ডিউটি অফিসার এসআই সাইমুন জানান, ঘটনার পর পরই রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘাতকদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।