আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:০৪

যশোর নিষিদ্ধ পল্লীতে খদ্দের ডাকা নিয়ে মারামারি আহত ২ নারী।

যশোর শহরের মাড়ুয়া মন্দির সংলগ্ন নিষিদ্ধ পল্লীতে কাস্টমার ডাকা নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের কিল-ঘুষিতে দুই নারী আহত হয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন—সুমনা আক্তার তিশা এবং পারভিন আক্তার সাথী (২৫)। তারা উভয়ই ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে মাড়ুয়া মন্দিরের মিলির বাড়ির ভেতরে কাস্টমার ডাকা নিয়ে তিশা ও সাথীর সাথে অন্য দুই নারী শিমলা (২৫) ও রুপার (১৮) কথা-কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে শিমলা ও রুপা উত্তেজিত হয়ে তিশা ও সাথীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর শুরু করেন। এতে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক ড্রেসিং ও ঔষধ দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। চিকিৎসা শেষে তারা নিজ আবাসে ফিরে গেছেন।

এ বিষয়ে ভুক্তভোগী সুমনা আক্তার তিশা গণমাধ্যমকে জানান, সামান্য ঘটনা নিয়ে তাদের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার প্রতিকার চেয়ে তারা কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কাস্টমার ধরা নিয়ে মাঝেমধ্যেই সেখানে ছোটখাটো বিবাদ হলেও এবার তা হাতাহাতি ও হাসপাতাল পর্যন্ত গড়িয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->