
যশোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী (৬৫) নিহত হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার নতুনহাট রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যশোর রেলওয়ে ফাঁড়ির পুলিশ সদস্য আল আমিন জানান, রোববার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে বাকপ্রতিবন্ধী ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা নিহত নারীর নাম ও পরিচয় বলতে পারেননি।