আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:০৯

বিএনপি বিজয়ী হলে দেশে ব্যাপক উন্নয়ন হবে-আলহাজ্ব মিজানুর রহমান খাঁন

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় মানেই দেশের প্রকৃত উন্নয়নের পথে যাত্রা শুরু।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে যশোর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান খান বলেন, “আমরা কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ যশোর চাই। বিগত দিনে সাধারণ মানুষ চরম অনিরাপদ ছিল। মরহুম তরিকুল ইসলাম আমাদের নিরাপদ যশোর উপহার দিয়েছিলেন। আমি বিশ্বাস করি, অনিন্দ্য ইসলাম অমিত তার পিতার পদাঙ্ক অনুসরণ করে যশোরকে সেই কাঙ্ক্ষিত অবস্থানে নিয়ে যাবেন।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের সময় আর বেশি দূরে নয়। তাই কারও নির্দেশের অপেক্ষায় না থেকে ধানের শীষকে বিজয়ী করতে এখনই মাঠে নামতে হবে।

হৈবতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম ও আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->