আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:০৯

হাইকোর্টে জামিন হলেও এখনো মুক্ত মেলেনি স্ত্রী সন্তান হারা ছাত্রলীগে নেতা সাদ্দামের।

স্ত্রী-সন্তানের মৃত্যু তিনদিন পর হাইকোর্ট বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিলেও এখনো ছাড়া পাননি। একদিন পরও জামিনের সেই আদেশের কপি এখনো কারাগারে পৌঁছায়নি। পরিবারের সদস্যরা বলছেন জামিন পেলেও সাদ্দামের তো সব শেষ হয়ে গেছে।

সাদ্দাম বের হলেতো আর তার স্ত্রী- এক মাত্র সন্তানকে জীবিত পাবেনা। এখন জামিন পেয়ে কি হবে। এদিকে, মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও শিশু সন্তানের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সান্তনা দিলেন বাগেরহাট- ২ আসনে বিএনপি দলীয় সাবেক এমপি এম এ এইচ সেলিম।
বিগত ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পলায়নের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম।

পরে ২০২৫ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে বিভিন্ন মামলায় কারাগারে আছেন সাদ্দাম। কারাগারে থাকা অবস্থায় স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্নালী (২২) ৯ মাস আগে একটি ছেলে সন্তানের জন্ম দেন। এই ৯ মাসের মধ্যে সাদ্দাম তার ছেলে সেজাদ হাসান নাজিফকে একবারের জন্যও কোলে নিয়ে আদর করতে পারেনি। সাদ্দাম একটা মামলায় জামিন পেলে, তাকে আবার অন্য একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হত। সর্বশেষ চিতলমারীর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা সাদ্দামকে। এই অবস্থায় সাদ্দামের স্ত্রী স্বর্ণালী চরম হতাশ হয়ে শুক্রবার দুপুরে বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামের বাড়ীতে বালতির পানিতে চুবিয়ে এক মাত্র শিশু সন্তানকে হত্যার পর সে স্বামীর ঘরেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। হৃদয়স্পর্শী এই দুইজনের মৃত্যুর ঘটনার পর সাদ্দামের প্যারোলের বিষয়টি ঝুলে থাকায় শনিবার রাতে লাশবাহী গাড়িতে করে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে সেখানে স্ত্রী-সন্তানের লাশ শেষবারের মতো দেখানো হয় সাদ্দামকে। স্ত্রী সন্তানের মৃত্যুর পরও সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেয়ায় দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। এই অবস্থার স্ত্রী-সন্তানের মৃত্যুর তিনদিন পর সোমবার সাদ্দামকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। কারাগারে জামিনে কাগজ না পৌছানো এখনে ছাড়া পাননি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম।
কারারুদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের ছোট ভাই মো. শহিদুল ইসলাম বলেন, হাইকোর্ট ভাইকে জামিন দিয়েছে, এখন জামিন দিয়ে কি হবে। ভাইয়ের তো সব শেষ হয়ে গেছে। সে বের হলেতো আর তার স্ত্রী- এক মাত্র সন্তানকে জীবিত পাবেনা। ভাইতো ৯ মাস বয়সি শিশু সন্তানকে এক বারের জন্যও কোলে নিয়ে আদর করতে পারেনি। ভাই যশোর কারা ফটকে মৃত স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ দেখেছে- এর থেকে কষ্টের আর কি থাকতে পারে। বাড়িতে এসে ভাইতো শুধু করব দেখতে পাবে। এ ঘটনার পর আমার মা দেলোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান তিনি।
কবর জিয়ারত শেষে আসন্ন নির্বাচনে বাগেরহাট এক, দুই ও তিন সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতাকারী সাবেক এমপি সেলিম সাদ্দামের শ্বশুর জেলা জাতীয় পার্টি নেতা হাওলাদার রুহুল আমিনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানাান ও সান্তনা দেন। তিনি বলেন, এই মৃত্যু দুটি সবার হৃদয়কে নাড়া দিয়েছে ।
বাগেরহাট কারাগারে জেল সুপার মোস্তফা কামাল জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ছাত্রলীগের সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ আমরা পাইনি। জামিন আদেশ পেলেই দ্রুত তা যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->