পরশ মাহমুদ,বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া শাজাহানপুর উপজেলার১৩নং ওয়ার্ডের কমিশনার খোরশেদ আলমকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোঁড়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। কমিশনার খোরশেদ আলম নিজে বাদী হয়ে গত সোমবার শাজাহানপুর থানায় মামলাটি দায়ের করেছেন।
এঘটনায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত মাসুম কামালের স্ত্রী রুপা খাতুন এবং অন্য আসামীরা পলাতক রয়েছেন।
এজাহার সূত্রে জানাযায়, উপজেলার ফুলদিঘি মধ্যেপাড়া এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে অবৈধ ভাবে প্রাচীর নির্মাণ করছিলেন মাসুম কামাল(৫৫)। গত সোমবার বেলা ১১টায় এলাকাবাসীর অভিযোগে কমিশনার খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে জনস্বার্থে প্রাচীর নির্মাণে নিষেধ করলে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে মাসুম কামাল উত্তেজিত হয়ে বাড়িতে প্রবেশ করে শর্টগান নিয়ে বের হয়ে খোরশেদ আলমকে হত্যার উদ্দেশ্যে ৪রাউন্ড গুলি ছোঁড়েন। এসময় মাসুম কামালের কোমরে আরেকটি রিভালবার ছিল। গুলি বর্ষণের সময় কৌশলে মাটিতে শুয়ে কোন রকমে প্রাণ বাঁচিয়েছেন খোরশেদ আলম। এঘটনায় ৪জনকে আসামী করা হয়েছে। আসামীরা হলেন, মাসুম কামালসহ তার ২ভাই শামীম কামাল(৪৬) ও সাব্বির কামাল(৪) এবং গ্রেফতারকৃত আসামী মাসুম কামালের স্ত্রী রুপা খাতুন(২৮)।
শাজাহানপুর থানার ওসি(তদন্ত)আবুল কালাম আজাদ জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারে ও অন্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।