আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - ভোর ৫:০৫

সাবেক মন্ত্রী মামদুদুর রহমান মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক  : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ভাই ও জাতীয় পার্টির সাবেক যোগাযোগমন্ত্রী মামদুদুর রহমান চৌধুরী (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিনি দৈনিক সকালের আনন্দ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মামদুদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত