আজ - বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:৩০

আন্দোলনে নামলেই মার, হুমকি ইবি ছাত্রলীগের

 ইবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকারীরা মাঠে নামলেই মার হবে এই বলে হুমকি দিয়েছে ইসলামী বিশ্বববিদ্যালয় শাখা ছাত্রলীগ।শনিবার রাত থেকেই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে ছাত্রলীগ। ফলে ছাত্রলীগের বাধায় রোববার আন্দোলনকারীরা মাঠে নামতে পারেনি। এমন অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইবি কোটা আন্দোলনকারীদের এক নেতা আরটিভি অনলাইকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য আমরা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান করতে থাকি। কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা বাইকে প্রদক্ষিণ করে আমাদের ছত্রভঙ্গ করতে থাকে। যেখানেই আমরা একত্রিত হওয়ার চেষ্টা করেছি সেখানে গিয়ে তারা হুমকি দিতে থাকে। তারা বলে, ‘মাঠে নামলেই মার হবে।’ একই সাথে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের আন্দোলনে আসতে প্রত্যক্ষভাবে বাধা দিয়েছে তারা।এর আগে গতকাল শনিবার এক মিছিল শেষে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রকাশ্যে আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দেয়। এতে ওইদিন কোনও শিক্ষার্থী আন্দোলনে নামতে পারেনি। দিন শেষে রাতেও বিভিন্নভাবে আন্দোলনকারীদের হুমকি-ধমকি দেয় ছাত্রলীগ।ইবি শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন আরটিভি অনলাইনকে বলেন, ‘কেন্দ্র আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে আমরা সেভাবেই কাজ করছি। আমরা কাউকে হুমকি দেইনি।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত