আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:০৪

যশোরে পৃথক দূর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু।

নাঈম সাব্বির : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় হৃদয় হোসেন (২০) নামে এক কলেজছাত্র ও অজ্ঞাত এক কিশোর (১৫) নিহত হয়েছে। 

দুর্ঘটনা দুটি ঘটেছে শনিবার সকালে যশোর-মাগুরা সড়কের লেবুতলা ভাটার আমতলায় ইউনিয়ন পরিষদের সামনে ও যশোর-ঝিনাইদহ সড়কে যশোর সেনানিবাসের কাছে।
নিহত হৃদয় হোসেন সদর উপজেলার লেবুতলা আগ্রাইল গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
দাদা ইসমাইল হোসেন বলেন, ‘হৃদয় খাজুরা শহীদ সিরাজউদ্দিন হোসেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়তো। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সে মোটরসাইকেল চালিয়ে লেবুতলা ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে মহাসড়ক ধরে যাচ্ছিল। এসময় সামনে থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনে। কিন্তু পথেই তার মৃত্যু হয়।’
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোলকুমার সাহা এই কলেজছাত্রের মৃত্যু নিশ্চিত করেন।
এদিকে, সদর উপজেলার সমসপুর গ্রামের বাসিন্দা পথচারী শরিফুল ইসলাম জানান, শনিবার সকাল পৌনে ১০টার দিকে অজ্ঞাত এক কিশোর (১৫) যশোর-ঝিনাইদহ মহাসড়ক ধরে বাইসাইকেল চালিয়ে যশোর সেনানিবাসের ভেতর দিয়ে যাচ্ছিল। 
এসময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন ডাক্তার শিরিন বিনতে গিয়াস উদ্দিন ওই কিশোরের মৃত্যু নিশ্চিত করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত