আজ - রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:১৬

কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা: যা বলছেন ইমরান খান

ভারত পাকিস্তানের অব্যাহত উত্তেজনার মধ্যে এক বক্তৃতায় ভারতের শুভবুদ্ধির আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

অব্যাহত উত্তেজনা পরিস্থিতির মধ্যে টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের উচিত দায়িত্বশীল আচরণ করা।

”ভারতের উদ্দেশ্যে আমি যা বলতে চাই, তা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার প্রজ্ঞা এবং বিবেচনা দিয়ে কাজ করবো।”

ইমরান খান বলছেন, ”সব বড় বড় যুদ্ধ ভুল হিসাবের কারণে হয়েছে। হিটলার কখনো ভাবেননি যে, যুদ্ধ এতো বছর ধরে চলবে। আমেরিকানরা কখনো ভাবেনি যে, ভিয়েতনাম আর আফগানিস্তানের যুদ্ধ কয়েক দশকে গড়াবে।”

”আমার প্রশ্ন হলো, যে অস্ত্র (পারমাণবিক) আমাদের দুই দেশের কাছেই রয়েছে, আমরা কি এমন একটি ভুল হিসাবের দায়দায়িত্ব সামলাতে পারবো? আমরা যদি এটা ঘটতে দেই, তাহলে এটা আমার অথবা নরেন্দ্র মোদি, কারো নিয়ন্ত্রণেই আর থাকবে না।”

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত