আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৭:৩৫

গোমাংস বিক্রির জের মুসলিমকে খাওয়ানো হলো শুকরের মাংস

আন্তর্জাতিক : গরুর মাংস বিক্রির অপরাধে ৬৮ বছর বয়সী এক মুসলিমকে মারধর করে শুকরের মাংস খাওয়ানোর অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের আসাম অঙ্গরাজ্যের বিশ্বনাথ জেলায়। গত রবিবার এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচজনকে আটক করেছে স্থানীয় পুলিশ। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম শওকত আলী। ভিডিওতে দেখা যায় রাস্তায় হাঁটু গেড়ে মাথা নীচু করে নিজেকে ছেড়ে দেয়ার আর্তনাদ জানাচ্ছেন তিনি। বর্তমানে শওকত একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। যার একটি দায়ের করেছেন শওকতের ভাই। ভিডিও দেখে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ভিডিওতে একজনকে জিজ্ঞাসা করতে দেখা যায়, তুমি কি বাংলাদেশি? তোমার নাম কি নাগরিক পঞ্জিকায় (এনআরসি) আছে? আরও পড়ুন : পাবনায় ৬ শতাধিক চরমপন্থী আত্মসমর্পণ করবে আজ আসামে সম্প্রতি এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা করা হয়েছে। গত বছর ওই তালিকায় অন্তত ৪০ লাখ মানুষের নাম ওঠেনি বলে অভিযোগ রয়েছে। তিন কোটি ২৯ লাখের মতো মানুষ এনআরসির খসড়া তালিকায় জায়গা পেয়েছেন। সোমবার দেশটির ক্ষমতাসীন বিজেপির ইশতিহারে এই এনআরসি সমাপ্তের অঙ্গীকার করা হয়েছে। সারা দেশেই এই এনআরসি করা হবে বলেও ঘোষণা এসেছে ইশতিহারে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত