আজ - রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:১৪

বিপুল ভোটে বিজয়ী শাহারুল ইসলাম প্যানেল: যশোরে বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন।

যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক বৃন্দের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন শাহারুল ইসলাম প্যানেল। আজ শনিবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়েছে।উক্ত নির্বাচনে শাহারুল ইসলাম প্যানেল, শাহিদুজ্জামান শহীদ প্যানেল এবং মতিয়ার রহমান স্বতন্ত্র ভাবে প্রতিদ্বন্দিতা করেছিলেন । এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩২০ জন।

বিজয়ী শাহারুল ইসলাম প্যানেলের সর্বচ্চো ভোট পেয়ে সদস্য পদের সাধারন অভিভাবক নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহিম  তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১৪৩, ২য় হয়েছেন আজিজুল ইসলাম তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১৩৭, ৩য় হয়েছেন ঠাকুরদাস বিশ্বাস তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১৩৩ ,৪র্থ হয়েছেন সাহিদা বেগম তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১২০।  

অভিভাবক (সংরক্ষিত মহিলা) আসনে সর্বচ্চো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেলিনা আক্তার তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১৩৩ তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আছমা বেগম পেয়েছেন ১২১ ভোট।

শিক্ষক প্রতিনিধি (সাধারন) পদে সর্বচ্চো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মতিউর রহমান তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ০৯ এবং ২য় হয়েছেন মোঃ জাহাঙ্গির আলম তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ০৮।

শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) আসনে সর্বচ্চো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিনারা জেসমিন তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ০৩ একই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দি শিরীনা পারভীন পেয়েছেন ০০ ভোট।

সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এতে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  এম কামরুজ্জামান জাহাঙ্গীর।বিকাল ৫টায় ফলাফল প্রকাশের পর বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন শাহারুল ইসলাম প্যানেলের শাহারুল ইসলাম এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি।


শাহারুল ইসলামের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য (ভিডিও)

উল্লেখ্য শাহারুল ইসলাম একাধারে যশোর জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক এবং ৯ নং আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

খানজাহান আলী 24/7 নিউজ/ মুনতাসির মামুন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত