আজ - বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:৫৫

যশোরে শাহারুল ইসলামের বিরূদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল।

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম সহ ৬ জনের বিরূদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রতাহারের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ সম্মিলিত এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার বিকেলে যশোরের প্রাণকেন্দ্র দড়াটানা বঙ্গবন্ধু ম্যুরাল থেকে মিছলটি শুরু হয়ে শহরের গাড়িখানা রোড, চৌরাস্তা, এইচএমএম রোড সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে দড়াটানার ভৈরব চত্তরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় বক্তব্য রাখেন আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীন নেতা আজগর আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমাছ আলী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম সহ নেতৃবৃন্দ।

বক্তরা বলেন গেল ২রা জুলাই মঙ্গলবার বালিয়া ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীর (১৪) একই স্কুলের কৃষি শিক্ষা বিষয়ক শিক্ষক ইউসুফ আলী শ্লীলতাহানী করেন। যার প্রতিবাদে এলাকাবাসীর সাথে ঐক্যবদ্ধ হয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম ঐ শিক্ষক কে পুলিশে হস্তান্তর করেন। এসময় একই স্কুলের অপর শিক্ষক জাহাঙ্গীর আলম উত্তেজিত জনতার হাতে গণপিটুনির শিকার হন।

ভৈরব চত্তরে পথসভা।

বক্তারা আরোও বলেন কথিত যুবলীগ নেতা শাহিদুজ্জামান শহীদ ও এক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক দুই শিক্ষক ইউসুফ আলী ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে মোটা অঙ্কের অর্থিক সুবিধা নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ সম্মেলন ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন শাহারুল ইসলাম, সাবেক সদর উপজেলা ছাত্রলীগ নেতা আক্তার হোসাইন সহ ৬ জনের বিরূদ্ধে। এ সময় পথসভা থেকে উক্ত ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।

নির্যাতিত ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটককৃত শিক্ষক ইউসুফ আলী (৫২) কে বুধবার জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

নির্যাতিতার সু-বিচার প্রাপ্তির লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সমীর কুমার সরকার সহ জেলা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন শাহারুল ইসলাম। একই ঘটনায় গণপিটুনির শিকার শিক্ষক জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য প্রণোদিত হামলা আখ্যা দিয়ে ঐ ছাত্রীর শ্লীলতাহানীর বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য দুঃখ প্রকাশ করেন শাহারুল ইসলাম। তিনি প্রশাসনকে আরেকটু সচেতনতার সাথে মামলাটি পর্যবেক্ষন করার আহ্বান জানান।

প্রতিবাদ মিছিলে আরোও উপস্থিত ছিলেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী লাভলী খাতুন, জেসমিন খাতুন ও জোসনা বেগম সহ নেতাকর্মীবৃন্দ, এছাড়াও আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

খানজাহান আলী 24/7 নিউজ / মুনতাসির মামুন।

আরো সংবাদ