যশোরের কেশবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কামাল খানের বাড়িতে হামলা চালানো হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করেছেন কামাল খান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে প্রায় ২৫-৩০ জন দুর্বৃত্ত ১০-১৫টি মোটরসাইকেলে করে এসে তাঁর বাড়িতে হামলা চালায়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে। হামলার সময় কামাল খান বাড়িতে না থাকলেও তাঁর স্ত্রী উর্মি খানম দুই সন্তানসহ বাসায় ছিলেন।
হামলার সময়কার পরিস্থিতি বর্ণনা করে উর্মি খানম বলেন, ‘‘হঠাৎ করে একদল লোক আমার স্বামীর নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে প্রবেশ করে। আমি আতঙ্কে দোতলায় চলে যাই। তারা দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়।’’ সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কামাল খান বলেন, ‘‘আমি আওয়ামী লীগের রাজনীতি করি বলেই বিএনপির লোকজন আমার বাড়িতে হামলা চালিয়েছে। হামলার পর পুলিশকে ফোনে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।