যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরগোনা গ্রামের মোহনা চক্রবর্তী মিতু (১২) নামের শিশু বিষাক্ত সাপের দংশনে মৃত্যু হয়েছে।
মৃত মোহনা চক্রবর্তী মিতু, গৌরীঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে ও কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে,মিতু সোমবার রাতে তার দাদির সঙ্গে ঘুমিয়ে ছিলো। রাত ১১টার দিকে তাকে ঘুমের ভেতর বিষাক্ত সাপে কামড় দেয়। বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়-ফুঁকে কোনো কাজ না হওয়ায় মিতুকে অন্য আরেক ওঝার কাছে নেয়া হয়।
এখানে ঝাড়-ফুঁক করার সময় মিতুর অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার অকালমৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার সকালে গৌরীঘোনা দক্ষিণপাড়া মহাশ্মশানে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।