আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:২৮

বাবার সাথে গোসল করতে নেমে শিশুর মৃত্যু।

কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে পিতা-মাতার সাথে গোসল করতে যেয়ে পানিতে ডুবে জীম (৭) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

স্থানীয় ও থানাপুলিশ সূত্রে জানা গেছে উপজেলার হাসানপুর গ্রামের সোহাগ হোসেন সরদার শিশু কন্যা হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জীম বৃহস্পতিবার দুপুরে তাঁর পিতামাতার সাথে বাড়ির পুকুরে গোসল করতে যায়। সে সাঁতার জানতো। তারা শিশু কন্যাকে পুকুরে না পেয়ে বাড়ি চলে গেছে মনে করে তাঁরা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে তাকে না-পেয়ে খুঁজতে থাকে।

এসময় তারা পুকুরের পানিতে নেমে খুঁজতে যেয়ে তাকে পেয়ে উদ্ধার করে কেশবপুর উপজেলার সরকারি হাসপাতালে জরুরি বিভাগে আনার পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ হোসেনের এক ছেলে ও এক মেয়ের মধ্যে জীম ছিলো ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরো সংবাদ