কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদকে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে চেয়ারম্যানের পদ থেকে অব্যহতির দাবিতে রোববার সকালে পরিষদের ভবনে তালা দিয়েছেন ইউনিয়ন বিএনপি সভাপতি আলমগীর হোসেন। এসময় তারা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যদের পরিষদে প্রবেশে বাধা দিয়েছে এবং তারা মহিলা সদস্যদেরকে টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে জানিয়েছেন।
রোববার দুপুরে উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদে গিয়ে জানাগেছে ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনের অফিসে তালা লাগিয়ে দেয়া হয়। যার কারণে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরদারসহ ও ১২ জন ইউপি সদস্য পরিষদে প্রবেশ করতে পারেনি। পরবর্তীতে তালা প্রদান কারীরা চলে গেলে সদস্য গণ তালা ভেঙে পরিষদে প্রবেশ করে সকল সদস্য এক বৈঠকে মিলিত হয়েছিলেন।
হাসানপুর ইউনিয়ন পরিষদের সিনিয়র সদস্য মোঃ হেকমত আলী দৈনিক স্পন্দনকে বলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্বে বসে স্বচ্ছতার সাথে তার নেতৃত্বে পরিষদের সদস্যগণ এক জোট হয়ে তাঁর অধিনে দায়িত্ব পালন করছেন। হাসানপুর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের ফলে একটি বিতর্কিত গ্রুপ চেয়ারম্যান সাহেবের স্বচ্ছতার বিরুদ্ধে অবস্থান নিয়ে চেয়ারম্যানকে তাঁর দায়িত্ব থেকে অব্যহতির দাবী জানিয়ে গতকাল রোববার পরিষদে তালা লাগিয়েছে। কিন্তু পরিষদের ১২ ইউপি সদস্য সকলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরদারের দায়িত্বের প্রতি আস্থাশীল। যার কারণে আমরা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মাহবুবুর রহমানের গ্রুপ চেয়ারম্যান সাহেবের স্বচ্ছতার পক্ষে অবস্থান নিয়েছেন।
ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রুবিয়া খাতুন বলেন হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে একদল দূর্বৃত্ব পরিষদে তালা লাগিয়ে দিয়েছে। এসময়ে তাঁরা আমার (রুবিয়া খাতুন) সাথে শ্লীলতাহানির চেষ্টা করেছে। কিন্তু আমারা সকলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আছি।
হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন দৈনিক স্পন্দনকে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরদার একজন ফ্যাসিবাদের দোসর হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকাটা মেনে নেওয়া যায়না। তাকে পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব থেকে অব্যহতির জন্য এমনটা করা হয়েছে। হাসানপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরদার দৈনিক স্পন্দনকে বলেন ইউনিয়ন বিএনপির একটি গ্রুপ পরিষদে তালা লাগিয়ে দিয়েছে। তাছাড়া আমি কিছু বলতে পারিনা। এবিষয়ে কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে তিনি জানান। উল্লেখ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ সরদার মেমিনপুর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন দৈনিক স্পন্দনকে বলেন, হাসানপুর ইউনিয়ন পরিষদের ভবনে তালা দেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তালা খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।