আজ - রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:৩৮

যশোর চৌগাছায় সৎ মাকে হ ত্যা সেই সৎ ছেলে আটক।

চৌগাছার চাঞ্চল্যকর রিক্তা বেগম হত্যা মামলার পলাতক আসামি সৎ ছেলে বরকতকে গ্রেফতার করেছে যশোর র‌্যাব-৬। যশোর শহরের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। বরকত (১৬) উপজেলার সদর ইউনিয়নের ঢেঁকিপোতা গ্রামের কৃষক রোকনের প্রথম স্ত্রীর ছেলে। রিক্তা বেগম রোকনের দ্বিতীয় স্ত্রী।

র‌্যাব জানায়, র‌্যাব-৬ অভিযানিক দল মঙ্গলবার সকালে যশোর শহরের পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে বরকতকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত. ৮/৯ মাস আগে কৃষক রোকন আলীর সঙ্গে রিক্তা বেগমের বিয়ে হয়। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে। আগের স্বামীর ঘরে রিক্তার একটি মেয়ে আছে। রোকনের প্রথম স্ত্রীরও চারটি সন্তান রয়েছে। রোকনের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি তার প্রথম পক্ষের স্ত্রী ও ছেলে বরকত আলী। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল সকালে তাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে সৎ মা রিক্তাকে কুপিয়ে হত্যা করে বরকত। হত্যার পরে বরকতের পিতা রোকন মা বিলকিচ বেগমসহ বাড়ির সকলে পালিয়ে যায়। এঘটনায় রিক্তা বেগমের ভাই আজিম মন্ডল বাদী হয়ে বরকতকে প্রধান আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত