আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০১

যশোরে আবারো স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা।

যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক স্বামী। বাঘারপাড়ার সেকান্দারপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী শহিদুল্লাহ বাদী হয়ে স্ত্রী একই উপজেলার মির্জাপুর গ্রামের তারিকুল ইসলামের মেয়ে রুপা খাতুনকে আসামি করে মামলাটি করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রাণী অভিযোগটি আমলে নিয়ে রূপা খাতুনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

বাদীর অভিযোগ, ২০২৪ সালের ২৪ জুন তিনি দেশে ফিরে এসে রুপা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময়  স্ত্রীকে প্রায় দেড় লাখ টাকার সোনার গহনা উপহার দেন। বিয়ের পর থেকেই স্ত্রী রূপা খাতুন তার বাবা তারিকুল ইসলামের প্ররোচনায় ১০ কাঠা জমি যৌতুক হিসেবে নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। দাবি পূরণ না করায় আসামি রূপা পারিবারিক অশান্তি সৃষ্টি করেন। গত ৫ ফেব্রুয়ারি রূপা বাসায় থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে চলে যান। পরবর্তীতে গত ৩ মে সালিশ বৈঠকে রূপা ও তার পিতা স্পষ্টভাবে জানান, যৌতুক বাবদ জমি না পেলে সংসার করবেন না এবং সোনা ও টাকাও ফেরত দেবেন না। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->