আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:১৯

যশোরে সড়কে গেলো কলেজ ছাত্রের প্রাণ।

যশোরের চৌগাছায় মোটরসাইকেল ও নসিমন সংঘর্ষে তৌফিক (২০) নামে একজন কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সহপাঠী সিয়াম (২০) গুরুতর আহত হয়েছেন। তৌফিক যশোরের সামাজিক সংগঠন হাসিমুখের কমিটির সক্রিয় সদস্য ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুজাফরের ভাইপো। তৌফিক যশোরের পলেটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

শুক্রবার সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া ইটভাটার সামনে যশোর-চৌগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।

এ ঘটনায় আহত সিয়াম কালিগঞ্জ উপজেলার হাসনহাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তারা দুজনই যশোর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।

নিহত তৌফিকের চাচা চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুজাফর বলেন, সকালে সিয়াম ও তৌফিক মোটরসাইকেলে করে প্রাইভেট পড়ার জন্য যশোরে যাচ্ছিলেন। পথে চুড়ামনকাঠি ইউনিয়নের দোগাছিয়া ইটভাটার সামনে পৌঁছালে নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। এসময় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন। সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসক। স্থানীয় ইউপি সদস্য আবু সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসিমুখ পরিবার তার অকাল মুত্যুতে শোক প্রকাশ করেছে। একি সাথে তার রুহের মাগফিরাত কামনা করেছে।

আরো সংবাদ