আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:০০

রূপসা থানায় জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভেজাল পানীয় উদ্ধার:গ্রেফতার ০৩

খান জাহান আলী নিউজ ডেস্ক : জেলা গোয়েন্দা শাখা, খুলনা গোপন সংবাদের ভিত্তিতে, পুলিশ সুপার খুলনার নির্দেশে মোঃ তোফায়েল আহমেদ ইনচার্জ জেলা ডিবি খুলনার নের্তৃত্বে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম, ২২/০৯/২০১৯ খ্রিঃ রাত থেকে ২৩/০৯/২০১৯ মধ্যে রাত পর্যন্ত রূপসা থানাধীন শ্রীরামপুর এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে ভেজাল কোমল পানীয় আইসবার ও জুস সহ আসামি ১। আঃ মান্নান শেখ (৬০), পিতা-মৃত গোলাম মোস্তফা, সাং- শ্রীরামপুর ২। শাহিন রেজওয়ান হাওলাদার (৩৯), পিতা-আ. বারেক হাওলাদার,মাতা-আকলিমা বেগম,৩। রুহুল আমিন শিকদার(৩৫), পিং-মৃত চান মিয়া শিকদার, মাতা-রেনু বেগম, উভয়সাং-কেসমত খুলনা সর্বথানা-রূপসা, জেলা-খুলনাদের গ্রেফতার করেন। এসময় ডিবি পুলিশ আসামি আব্দুল মান্নান শেখ, এর বাড়ী থেকে ২০০ পিচ ভেজাল হই স্পিড ১৫০ পিচ ভেজাল ডেইরী মিল্ক ২০০ পিচ ভেজাল রোবট ড্রিংকস এবং ২,৫০০ পিচ মেরী রোবট ড্রিংকস উদ্ধার করেন। পরবর্তীতে আসামি রুহুল আমিন শিকদার ও শাহিন হাওলাদার এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ১,৮০০ পিচ ভেজাল কোমল পানীয় হাই স্পিড ৮৫০ পিচ ভেজাল ডেইরী মিল্ক ১,৮০০ পিচ ভেজাল রোবট ড্রিংকস এবং ৫০০ পিচ বেবী রোবট ড্রিংকস জব্দ করেন। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় বিভিন্ন কোম্পানির নাম ও লোগ ব্যবহার করে আসামিরা মানহীন ও অস্বাস্থ্যকর কোমাল পানীয় ও শিশু খাদ্য বাজারে করার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত প্রদত্ত তথ্যের ভিত্তিতে এসকল ভেজাল পন্য উৎপাদান ও বিপননের সাথে জড়িতদের গ্রেফতারের জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে মর্মে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) অর্জুন কুমার দাস বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

আরো সংবাদ