আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৪৩

অনির্দিষ্টকালের জন্য চৌগাছা পৌর এলাকা লকডাউন।

স্টাফ রিপোর্টার।। চৌগাছা পৌর এলাকা লকডাউন করা হয়েছে। শহরে বসবাসরত এক নারী (৩৭) ও এক কিশোর (১৩) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর উপজেলা প্রশাসন এই পদক্ষেপ নিলো।
বিকেল সাড়ে চারটায় চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম তার ফেসবুক ওয়ালে গোটা পৌর এলাকা লকডাউনের ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘জনস্বাস্থ্যের বিষয় বিবেচনা করে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চৌগাছা পৌরসভা এলাকা লকডাউন করা হলো।’
এর আগে দুপুর দুইটায় তিনি ফেসবুকে আরেক ঘোষণায় বলেন, ‘মেডিকেল ইমার্জেন্সি ছাড়া পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চৌগাছা উপজেলায় সকল অটোরিকশা, ভ্যানসহ যেকোনো ধরনের যানবাহনে মানুষ পরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে।’


এরআগে বুধবার সকালে যশোরের সিভিল সার্জন অফিস থেকে মৌখিকভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকে চৌগাছার দুইজনের করোনা পজেটিভের বিষয়টি জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার চৌগাছার চার রোগীর নমুনা পাঠানো হয় যশোর সিভিল সার্জন অফিসে। বর্তমানে ওই দুজনই তাদের নিজেদের বাড়িতে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে আরো জানা গেছে, এদের মধ্যে কিশোরটির ডায়রিয়া ও জ্বর ছিল এবং নারীর জ্বর ও গলায় ব্যথা ছিল। তারা পরীক্ষা করাতে না চাইলেও কর্তব্যরত চিকিৎসকের কাছে করোনা উপসর্গ বলে মনে হওয়ায় তাদের নমুনা এক প্রকার জোর করেই পরীক্ষার জন্য পাঠানো হয়।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, ‘মঙ্গলবার চার রোগীর নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে দুজন পজেটিভ হয়েছেন বলে সিভিল সার্জন অফিস থেকে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় ওই দুই পরিবারের আটজনসহ রোগীদের সংস্পর্শে আসা নয়জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম জানিয়েছেন, মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর গোটা চৌগাছা পৌর এলাকা লকডাউন করা হয়েছে। রোগীদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরো সংবাদ