আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২২

অবশেষে মাজহার যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি পেলেন

যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহারকে অব্যাহতি প্রদান করেছেন কেন্দ্রীয় যুবলীগ।
যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার শিক্ষককে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়ার ঘটনায় অডিও ভাইরাল হওয়ায়।যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো জেলা যুবলীগ। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে মোবাইল ফোনে প্রধান শিক্ষককে হুমকির কথোপকথনের ভাইরাল অডিও বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

শুক্রবার (৮ এপ্রিল) রাতে যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু সাক্ষরিত এই নোটিশ জারি করা হয়।
সেই কারন দর্শানোর নোটিশের ব্যাখ্যা দেন মাজহার উক্ত ব্যাখ্যা সন্তুষ্টি মূলক না হওয়ায় কেন্দ্রীয় যুবলীগের সিদ্ধান্তে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহারকে অব্যাহতি প্রদান করে।মাজহারের অব্যাহতির নোটিশ কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক মইনুল ইসলাম নিখিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞতি আজ বিকালে প্রকাশ পায়।
গত সোমবার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা নিয়ে যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম মাজহার বিদ্যালয়টির প্রধান শিক্ষক রবিউল ইসলামকে মুঠোফোনে হুমকির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ৬ মিনিট ৮ সেকেন্ডের ওই কথোপকথনের অডিওতে শোনা যাচ্ছে, যুবলীগের নেতা মাজহারুল বারবার অকথ্য ভাষায় প্রধান শিক্ষক রবিউল ইসলামকে গালাগালি করছেন। এ ঘটনায় গত ৩১ মার্চ ভুক্তভোগী প্রধান শিক্ষক রবিউল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত