আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:৫৩

অভয়নগরে ব্যবসায়ী হ ত্যায় জড়িত ২ জন আটক।

অভয়নগরে রবিউল হাওলাদার (৪৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহতের মেয়ে রহিমা খাতুন বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

আটককৃতরা হলো, উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার রাঙ্গা মোল্যার ছেলে ওহিদুুল ইসলাম (২০) ও একই এলাকার মোহাম্মদ বাবু ওরফে র‌্যাব বাবুল ছেলে শাহীন (২২)।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, ‘রবিউল হাওলাদার হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে দুই আসামি ওহিদুল ও শাহীনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

প্রসঙ্গত. শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন গরুহাটা এলাকায় রবিউল হাওলাদারকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ওহিদুল ইসলাম ও শাহীন। রোববার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত