আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:২৫

অভয়নগরে ভাইপোর ছুরিঘাতে চাচার মৃ*ত্যু।

 

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ভাইপোর ছুরিঘাতে রাজু মোল্ল্যা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে, ঘাতক রাকিবুল ইসলাম (২৬) চাচা রাজু মোল্ল্যাকে ছুরিঘাত করে।

জানা যাই,দুই পরিবাবের মধ্যে ঝগড়া হয়, রাজু ঘর থেকে বের হলে রাত আনুমানিক ৮.৩০ ঘটিকারর দিকে রাকিবুল তার বুকে ও পিঠে ছুরির আঘাত করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় রাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকা জনক হওয়ায়,
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, ছুরি আঘাতে খুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত