আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:২৪

অভয়নগরে করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে!

যশোরের অভয়নগরে করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত রোগীর সংখ্যা ১০৯ জনে পৌঁছেছে। সোমবার দুপুরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলীমুর রাজিব এই তথ্য নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ পর্যন্ত ৭১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। এরমধ্যে ১০৯ জনের নমুনায় করোনা পজিটিভ ধরা পড়েছে। করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন ৯ জন। একজন যশোর সিএমএইচে এবং দুইজন ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন। এছাড়া ৭৭জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা গ্রহণ করছেন। মারা গেছেন দুইজন।
যশোর জেলার মধ্যে অভয়নগর উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলিশিয়া, পায়রা, শ্রীধরপুর ও শুভরাড়া ইউনিয়ন এবং নওয়াপাড়া পৌরসভার ২, ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ডে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে রেড জোন ঘোষণা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খাঁন নিশ্চিত করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত