আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:৪৫

আজ থেকে শুরু হলো পল্লী কবি জসীমউদ্দিন মেলা ফরিদ পুর

 

আজ থেকে শুরু বাংলা র কবি জসীমউদ্দিন মেলা ফরিদ পুর অম্বিকা পুরে
এ মেলা চলবে এক মাস।

এই গুনি কবি লিখেছেন নাটক, গান, কবিতা, ও অনেক সুন্দর সুন্দর ছড়া।

আমাদের এই কবি কে তাকে সুদু ফরিদ পুর বাসি নয় সাড়া বাংলাদেশ হাজার হাজার বছর মনে রাখবে বলে আশাবাদী ফরিদ পুর বাসি।

এদি এই মেলা নিয়ে রয়েছে নানা আয়োজন পল্লি কবি জসীমউদ্দিন মেলা য় দুর দুরন্ত থেকে আসবে দর্শক, যা প্রতি বছর আশে।

কবি জসীমউদ্দিন তিনি ছিলেন একজন হাস্য উজ্জ্বল পুরুষ,
তার জিবনে দিকে তাকিয়ে নতুন প্রজন্ম অনেক কিছু শিখার আছে বলে ফরিদ পুর বাসী বিশ্বাস করে।

আরো সংবাদ