আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩২

আবরার হত্যায় মাহমুদ সেতু গ্রেফতার!

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতের নাম এস এম মাহমুদ সেতু। তিনি বুয়েটের সাবেক ছাত্র। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর থেকে মাহমুদকে গ্রেফতার করা হয়। 

আবরার হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আবরার হত্যা মামলার এজাহারে মাহমুদ সেতুর নাম উল্লেখ না থাকলেও যেসব আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাদের বক্তব্য ও সাক্ষ্য-প্রমাণে মাহমুদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহমুদ সেতু জানান, তিনি বুয়েটের ১৪তম ব্যাচের ছাত্র। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে চলতি বছরের এপ্রিলের বিএসসি সম্পন্ন করেন। মানিকগঞ্জের একটি ওষুধ কোম্পানিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করলেও থাকতেন বুয়েটের শেরে বাংলা হলের ২০১২ রুমে।

আরো সংবাদ