কাজের কার্যাদেশ দেওয়ার প্রায় সাড়ে তিন মাস পর অবশেষে শুরু হয়েছে দড়াটানা অংশের খননকাজ। নদে বাধ দিয়ে পানি তুলে খনন উপযোগী করে তোলার কাজ ইতিমধ্যেই দৃশ্যমান।
এবার খনন হবে নদের দড়াটানা কাঠেরপুল থেকে বিরামপুর পর্যন্ত চার কিলোমিটার অংশ।
সূত্রে জানা যায় ১১ কোটি ১৬ লক্ষ্য ২৬ হাজার ৯৯৫ টাকা ব্যায়ে এ কাজ পান এস এস এন্ড এম টি (জেভি) ।
ভৈরব নদের শহর অংশের খনন কাজের পাশাপাশি নদের তীরে সৌন্দর্য বর্ধন ও হাঁটার পথের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ৫০ লাখ টাকার কাজও শুরু হবে। ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। খুব দ্রুত সময়ে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।