আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - বিকাল ৪:১৭

আবারও শ্রেষ্ঠ পুলিশ সুপার হারুন

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ ষষ্ঠবারের মতো ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকে ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ সভায় তাকে নির্বাচিত করা হয়।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে ওই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে এসপি হারুন অর রশীদকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য পরপর তিনবার, মে, জুন এবং জুলাই মাসের জন্য আরও তিনবার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, এসপি হারুন পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে ৩ বার বিপিএম ও ২ বার পিপিএম পদক পেয়েছেন।

আরো সংবাদ