আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১২

আরবপুরে বস্তাবন্দি সেই অজ্ঞাত যুবকটির বিয়ের দিন ছিলো শুক্রবার – অবশেষে মিললো পরিচয়।

খানজাহান আলী 24/7 নিউজে প্রকাশিত ছবি সম্বলিত সংবাদে ঠিকানা পেল বস্তাবন্দি অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ।

স্টাফ রিপোর্টার।। বৃহস্পতিবার সকালে যশোরের খোলাডাঙ্গা এলাকায় ড্রাম থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে।খানজাহান আলী 24/7 নিউজে প্রকাশিত ছবি সম্বলিত সংবাদ দেখে নিহত সিনবাদ মোল্যা কে সনাক্ত করেন নিহতের বাবা আব্দুর রহমান মোল্যা।

নিহত সিনবাদ মোল্যা শহরের পুরাতন কসবা /মানিকতলা এলাকার আব্দুর রহমান মোল্যার ছেলে। সিনবাদ পালবাড়ী মোড়ের একটি হোটেলে কাজ করতো।

নিহতের পিতা আব্দুর রহমান মোল্যা জানান, বুধবার রাত থেকে সিনবাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ (বৃহস্পতিবার) দুপুরে ফেসবুকে খানজাহান আলী 24/7 নিউজে প্রকাশিত ছবি সম্বলিত সংবাদে অজ্ঞাত পরিচয়ে যুবকের লাশের ছবি দেখে হাসপাতালে এসে দেখি আমার সিনবাদের লাশ।

তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার বন্ধু একই এলাকার সেকেন্দারের ছেলে রবিন এবং একই এলাকার নিরব, আরজু, অলিদ, বাবু তাকে ডেকে নিয়ে মানিকতলার মসজিদের পাশে নিয়ে যায়। সেখানে রাত ১০টা পর্যন্ত বসে থাকে। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি। দুপুরে ফেসবুকে ছবি দেখে নিশ্চিত হই সিনবাদকে খুন করা হয়েছে।

বন্ধুরা সিনবাদের পিতাকে জানিয়েছেন, কাল রাতে রবিনসহ তার বন্ধুরা তাকে রবিনের বাড়িতে নিয়ে ছুরিকাঘাত করে। পরে শ্বাসরোধে হত্যা করে বস্তার মধ্যে ভরে। রবিনের প্রতিবেশি ঢালাইয়ের সহযোগী মিস্ত্রি তালেবের ড্রামে পুরে তার নসিমনে করে খড়কী মহাসড়কের পাশে ফেলে আসে। যার কারণে সকাল থেকে রবিন, তালেবসহ জড়িতরা এলাকা ছেড়েছে।

আব্দুর রহমান মোল্যা আরো বলেন, সিনবাদ পালবাড়ী মোড়ের একটি হোটেলে কাজ করতো। আজ তার গায়ে হলুদ এবং শুক্রবার পুরাতন কসবার আব্দুর গফুর স্কুলের পাশে বাদশার মেয়ের সাথে বিয়ের দিন ছিল। কি কারণে তাকে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কিছুই জানেন বলে জানান।

স্থানীয়রা জানিয়েছে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে সিনবাদকে খুন করা হয়েছে। নিহত সিনবাদ এবং রবিনরা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতি করে বলেও জানান।

লাশের সুরতাল রিপোর্ট করেছেন যশোর পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শিহাবুর রহমান। তিনি বলেন, বেলা ৩টার দিকে পুরাতন কসবা মানিকতলা এলাকার আব্দুর রহমান মোল্যা জানান নিহত যুবকের নাম সিনবাদ। সে তার ছেলে পরিচয় সনাক্ত করে লাশ নিয়ে চলে যান। লাশের শরীরে ছুরিকাঘাত এবং গলায় রশি ঝুলানো অবস্থায় পাওয়া গেছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে যশোরের খড়কী এলাকার ডোবায় ড্রামের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ৮টার দিকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।এই সংবাদটি সর্বপ্রথম প্রকাশ করে খানজাহান আলী 24/7 নিউজ এবং দ্রুত পাঠকের মধ্যে ছড়িয়ে পড়ে।

আরো সংবাদ